নওগাঁ নিউজ ডেস্কঃ গত ০৬ সেপ্টেম্বর নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক,পত্নীতলা থানা পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতেই অফিসার ইনচার্জ, পত্নীতলা থানা, পুলিশ সুপার মহোদয়কে আনুষ্ঠানিক সশস্ত্র সালাম প্রদান করেন।অতিরিক্ত পুলিশ সুপার, মহাদেবপুর সার্কেল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মহোদয় পরিদর্শনকালে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখা,মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম,অনলাইন জিডি এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিষয়ে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য সকল পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও পুলিশ সুপার মহোদয় পুলিশের কল্যান,বিট পুলিশিং,টিএ বিল,সরকারি গাড়ি ব্যবহার,নিয়ম মেনে পোশাক পরিধান করা, অবৈধ সমাবেশ/জনতা ছত্রভঙ্গ করতে পুলিশ কতৃক শক্তি প্রয়োগের ক্ষেত্রে আইনানুগ নিয়ম নীতি অনুসরন করার নির্দেশনাসহ থানা কম্পাউন্ড পরিষ্কার রাখা,থানা ব্যারাক ও আশপাশ এলাকা,সরকারী অনাবাদি জমিতে চাষাবাদ অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।