নওগাঁ নিউজ ডেস্কঃ ০৮ সেপ্টেম্বর নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক মান্দা থানা পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতেই অফিসার ইনচার্জ, মান্দা থানা, পুলিশ সুপার মহোদয়কে আনুষ্ঠানিক সশস্ত্র সালাম প্রদান করেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার, মান্দা সার্কেল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মহোদয় পরিদর্শনকালে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখা, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিষয়ে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য সকল পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও অবৈধ সমাবেশ/জনতা মোকাবেলায় পুলিশ কর্তৃক শক্তি প্রয়োগ সংক্রান্তে আইনানুগ নিয়মসমূহের প্রতিপালন, পুলিশের কল্যান, বিট পুলিশিং, ফেসবুক ব্যবহারে সরকারি নির্দেশনা মেনে চলা, থানা কম্পাউন্ডের নিরাপত্তা নিশ্চিতকরণ, সরকারি গাড়ির বিধি মোতাবেক ব্যবহার, সঠিকভাবে ইউনিফর্ম পরিধান করা, থানা পরিষ্কার রাখার নির্দেশনাসহ, থানা কম্পাউন্ডের অনাবাদি জমিতে চাষাবাদ অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।