নুরুজ্জামান,পোরশা প্রতিনিধিঃ নিরাপদে চলাচল করা এদেশর মানুষের সাংবিধানিক অধিকার।মানুষ চলাচল করতে পারছে ঠিকই কিন্তুু এই চলাচল কি নিরাপদ হচ্ছে? বিশেষজ্ঞদের মনে যখন এই প্রশ্ন, ঠিক তখনই মহাদেবপুর থেকে নিতপুর প্রায় ৩৮ কিলোমিটার সড়ক মানুষের মরণ ফাঁদ হয়ে উঠেছে। একে তো এক লেনের সরু রাস্তা, সেই সাথে যোগ হয়েছে আবার ১০ বছরেও সংস্কার না করার অভিযোগ। ফলে, পুরো রাস্তায় খানাখন্দ ভরে গিয়েছে। প্রতিনিয়ত ঘটে চলেছে নানা রকম দুর্ঘটনা। গর্তে পড়ে ট্রাক, ইজি বাইক, সিএনজি, বাস ইত্যাদি উল্টে যাওয়ার ঘটনা ঘটছে প্রতিনিয়ত ।আহত হচ্ছেন অনেক মানুষ।চালকগণ জানান, রাস্তা সরু এবং খানাকন্দে পরিপূর্ণ হয়ে থাকার কারণে তাদের গাড়ি চালাতে হয় মারাত্মক ঝুঁকির মধ্যে।আজও সকাল বেলা লোড বজায় ট্রাক খাদে পড়ে উল্টে যায় পোরশা থানার অন্তর্গত শিশা বাজার এলাকায়। এলাকাবাসীরা জানান, এই মারাত্মক ঝুঁকির মধ্যে চলাচল থেকে মুক্তির জন্য মহাদেবপুর থেকে নিতপুর দুই লেনের একটা মহাসড়ক করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তারা জানান, এই সড়কের জন্য দফায় দফায় সড়ক বিভাগের কাছে আবেদন করা হলেও নির্দিষ্ট অর্থ বরাদ্দে না পাওয়ার জন্য এ রাস্তা সংস্কার করা সম্ভব হচ্ছে না।তাঁরা মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের কাছে আবেদন জানান যে, মহাদেবপুর থেকে নিতপুর রাস্তাটিকে খুব শীঘ্রই যেন দুই লাইনে উন্নীত করা হয়। তবেই নওগাঁ থেকে পোরশা উপজেলায় প্রবেশ করার এই গুরুত্বপূর্ণ একমাত্র সড়কটিতে চলাচল নিরাপদ হবে।