নওগাঁ নিউজ ডেস্কঃ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নওগাঁ জেলা সংসদের উদ্যোগে অদ্য ৯ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার সকাল ১১ টায় নওগাঁ প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারে “সাংগঠনিক কর্মশালা” জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা, কবি ও গবেষক অধ্যাপক আতাউল হক সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাংগঠনিক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সুযোগ্য সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে ও কেন্দ্রীয় সংসদের কোষাধ্যক্ষ বিমল মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচী নওগাঁ জেলা সংসদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু।