এস এম সাদ্দাম হোসেন.মহাদেবপুর প্রতিনিধি:নওগাঁর মহাদেবপুরে জামাই মামুনুর রশিদ এর বিরুদ্ধে ব্যাংক এশিয়ার সামনে থেকে উঠিয়ে নিয়ে মারধর ও পকেটে থাকা টাকা ছিনতাইয়ের অভিযোগ করেছেন শশুর।০৭ সেপ্টেম্বর মহাদেবপুর থানায় শাহাদত নিজেই এই অভিযোগটি দায়ের করেন,জানা গেছে, জমি রেজিষ্ট্রি করার জন্য শশুর শাহাদত ব্যাংক এশিয়া মহাদেবপুর শাখা থেকে টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে ব্যাংক থেকে নিয়ে নামার পর জামাই তার বাহিনি দিয়ে শশুরকে উঠিয়ে নিয়ে তার চাউল কল মিলে নিয়ে যায়ে হাত পা বেধে বে ধরক মারধোর করে এবং পকেটে থাকা ২লক্ষ ২৫ হাজার টাকা কেরে নেন।শাহাদত হোসেকে তার নিকটজন খুজে না পাওয়ায় জামাই এর চাউল মিল থেকে তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আসামী মামুনুর রশিদ মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন গ্রামের আব্বাস আলীর ছেলে। সে একই উপজেলার সফাপুর ইউনিয়নের পবাতৈর গ্রামের মৃত সহির উদ্দীনের ছেলে মো. সাহাদত হোসেনের বড় জামাই। এ বিষয়ে মহাদেবপুর থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ জানান- মামলার পর থেকে আসামি মামুনুর রিশিদ পলাতক রয়েছেন । তাদের পুর্ব থেকে শশুরের সাথে মে ও জামাই এর জমি জমা সংক্রান্ত বিরোধ ছিলো। এর জের ধরে একাধিক মামলা রয়েছে জামাই মামুনুর রশিদের বিরুদ্ধে। ওসি বলেন, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।