নওগাঁ নিউজ ডেস্কঃ নওগাঁ সদরের মধ্যদূর্গাপুর সমাজকল্যাণ পরিষদ (SWC) এর উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি ছাত্রদের কল্যাণের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে এরই ধারাবাহিকতায় এবারও এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন সমাজ কল্যাণ পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মোঃ সাইদুল ইসলাম। তিনি পরিক্ষার্থী উদ্দেশ্য বলেন পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্রের নিয়ম-শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলতে হবে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করা থেকে বিরত থাকতে হবে । পরীক্ষা পরবর্তী অবসর সময় কে নৈতিক ও একাডেমিক জ্ঞান অর্জনের জন্য পরিকল্পিত ভাবে কাজে লাগাতে হবে। প্রধান অতিথি প্রভাষক মোঃ আব্দুস সালাম বলেন, তোমাদের জীবনে এই পরীক্ষা গাড়ির টিকেট কেটে ষ্টেশনে অপেক্ষা করার মত; যার মধ্য দিয়ে তোমরা নিজ পরিবার ও সমাজের উন্নয়নের জন্য ভবিষ্যৎ গন্তব্যে পৌঁছাতে পারো। সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত আহবায়ক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আব্দুর রউফের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়েজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ আব্দুস সালাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের আজীবন ও প্রতিষ্ঠাকালীন সদস্য মোঃ সাইদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য মোঃ সাইফুল ইসলাম পিন্টু, সদস্য ডাঃ মোঃ শহিদুল ইসলাম, মিজানুর রহমান নাহিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল পরীক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।