গোলজার,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে জমি-জমা সংক্রান্ত আর্থিক দেনা পাওনাকে কেন্দ্র করে দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ উঠে এসেছে। এতে ভুক্তভোগি ওই দোকান মালিক স্ষ্ঠুু বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি গত রবিবার দুপুরে উপজেলার হাটখোলা মসজিদ মার্কেট সংলগ্ন এলাকায় ঘটেছে। অভিযোগ সুত্রে জানা গেছে, ওই মার্কেটের পূরনো মুদি ব্যবসায়ি মো. মোজাফফর রমহানের সহিত পারিবারিক সম্পত্তি নিয়ে মহব্বতপুর হরীতকীডাঙা এলাকার মৃত তফিজ উদ্দিনের ছেলে মো. ফয়সের দর্জি (৬০) এর সহিত বিরোধ চলছিল। এর প্রেক্ষিতে বিরোধ জমিজমা সংক্রান্ত পাওনা টাকা চাইতে এসে টাকা না পেয়ে ঘটনার দিন ফয়সের দর্জির স্ত্রী মোসা. আক্তার বানু (৪৫) ও ছেলে মো. আশিক (৩০)সহ আরো মোট ৭জন মুদি দোকানে হামলা করেন। এতে ওই মুদি দোকান মালিকের ছেলে মো. আনন রহমান (২২) মারাত্মক ভাবে আহত হয়।পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এবিষয়ে দোকান মালিক মো. মোজাফফর রহমান জানান, চিকিৎসা কথা বলে পারিবারিক পূর্ব দেনা-পাওনার টাকা চাইতে আসলে আমি আক্তার বানুকে ৪হাজার টাকা প্রদান করে থাকি। কিন্তু সে ৫০ হাজার টাকার দাবি করেন। আমি টাকা না দিতে চাইলে তারা দলবেধে দোকানে হামলা চালায়। এবং আমার ছেলে ও দোকান কর্মচারীদের মারধর করেন। একপর্যায়ে দোকানের ভিতরে প্রবেশ করে ক্যাশ থেকে ২লক্ষ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। সেই সাথে দোকানের সাঁটারে তালা লাগিয়ে দিয়ে যায়। আমার দোকানপি দুইদিন থেকে বন্ধ রয়েছে। এতে আমার ব্যবসায় নানান ভাবে আমি ক্ষতিগ্রস্থ্য হয়েছি। এবিষয়ে ঘটনার সত্যতা যাচাই করতে অভিযুক্ত ফয়সের দর্জির সহিত মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলে তা সম্ভব হয়ে ওঠেনি। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক কাজী জানান, এবিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।