সুবীর দাসঃ নওগাঁয় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলার সদর মডেল থানার আয়োজনে থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ ফয়সাল বিন আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সার্কেল মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) রেজাউল করিম, ডিবি ইনচার্জ শফিউল আযম, নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা,সেক্রেটারী বিভাষ মজুমদার গোপাল,নওগাঁ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাধব কর্মকার,পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি পিযুষ কান্তি সরকার। এ ছাড়া উপজেলার ১২৩টি মন্দিরের সভাপতি, সেক্রেটারী ও বলিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাশরেফুর মাহিন উপস্থিত ছিলেন।