গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ঔষধ কোম্পানির কর্মচারী কর্মকর্তাদের প্রতিবাদ সমাবেশ পালিত হয়। ফার্মাসিটিক্যাল্স রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) ধামইরহাট উপজেলা শাখার আয়োজনে এ প্রতিবাদ সভা পালিত হয়। এসময় উপস্থিত বক্তারা বলেন। ঔষধ কোম্পানির কর্মরত সকল প্রতিনিধিকে কথায় কথায় চাকুরী হতে ছাঁটাই করা বন্ধ করতে হবে। দ্রব্য মুল্যর উর্ধগতির সাথে সামঞ্জস্য রেখে বেতন ও টিএ,ডিএ বৃদ্ধি এবং অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধ ঘোষণা ও চাকরির সু- নির্দিষ্ট নীতিমালা প্রনয়নের দাবিতে ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার সকাল ১০) ঘটিকায় ধামইরহাটের মুল ফটক হতে উপজেলা চত্বর পর্যন্ত র্যালি বের হয়। এ সময় বিভিন্ন ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভগন প্রমুখ উপস্তিত ছিলেন।