1. admin@dailynaogaonnews.com : admin :
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় র‍্যাব হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় জাস্টিসমেকার্স বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ নওগাঁর মহাদেবপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন নওগাঁয় র‍্যাবের জিজ্ঞাসাবাদ অন্তে ভূমি উন্নয়ন কর্মচারীর ষ্ট্রোক করে মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নওগাঁয় পাবলিক বিশ্ববিদ্যালয়, ব্রজেন সরকারদের আশা ও একজন ব্রজেন সরকার নওগাঁর পত্নীতলায় ২৫ মার্চ গণহত্যা দিবসে আলোচনা সভা ফ্রান্স প্রেসিডেন্টের সংবর্ধনা পেলেন ডেইলি নওগাঁ নিউজ ডট কম এর উপদেষ্টা অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত নওগাঁ শহরের সরু রাস্তায় ইজিবাইকের দাপটে তীব্র যানজট, ভোগান্তিতে শহরবাসী রাজশাহী গোদাগাড়ীতে অটো ছিনতাই চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ নওগাঁর ধামইরহাটে এসএসসি পরিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় নওগাঁর ধামইরহাট উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন-প্রধানমন্ত্রী

নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে, শতবর্ষী বারোজন প্রবীণ কে সংবর্ধনাসহ দশ হাজার টাকার চেক দিলেন নওগাঁ জেলা প্রশাসক মহোদয়

  • প্রকাশিত : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৮২ বার পঠিত

নওগাঁ নিউজ ডেস্কঃ সারাদেশের ন্যায় নওগাঁতেও সম্প্রতী আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হলো। “পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা” প্রতিবাদ্য বিষয়ে র‍্যালী ও আলোচনা সভার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক জনাব মোঃ খালিদ মেহেদী হাসান পিএএ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.এ মামুন খান চিশতী, নওগাঁ জেলা সমাজ সেবা কার্যালয় এর উপ- পরিচালক জনাব নূর মোহাম্মদ, ডেপুটি সিভিল সার্জন অফিসার মুনীর আলী আকন্দ সহ নওগাঁর প্রবীণ সুধীজন। প্রবীণ বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আমরা বয়সের ভারে দূর্বল পাশাপাশি বেশিরভাগ ক্ষেত্রেই অবহেলিত।আমাদের জন্য জিনিয়াস ট্রিটমেন্ট চালু করলে ভালো হয়! হাসপাতালে আলাদা কাউন্টারে করে আলাদা লাইনে সেবা দিলে ভালো হয়,স্থানীয় ভাবে বাস পরিবহনে অন্ততপক্ষে চারটি সীট এর ব্যবস্থা করা যেতে পারে! অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.এ মামুন খান চিশতী বলেন “কোন কিছুই কোনো কিছুর সমাধান নয়! সমাধান নিজের কাছে। সন্তান-সন্ততিকে জড়িয়ে ধরে আদর করলে হৃদয় স্পন্দন বাড়বে।তিনি আরও বলেন সরকারের ভরণ-পোষণ আইন ও করা হয়েছে। সরকারের প্রবীণ নিবাসের পরিকল্পনাও রয়েছে”। নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন” প্রবীণরা আমাদের যথেষ্ট দিয়েছেন, তারা মুক্তিযুদ্ধ করে আমাদের সুন্দর রাষ্ট্র উপহার দিয়েছেন !একই সাথে নবীনদেরউদ্দেশ্যে বলেন আমরা যতটুকু দিবো ঠিক ততটুকুই আমরা প্রবীণ বয়সে পাবো”। প্রবীণ হিতৈষী সংস্থা,নওগাঁর সভাপতি আলহাজ্ব মোঃ আব্বাস আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন নওগাঁ জিলা স্কুলের অবসরপ্রাপ্ত জনপ্রিয় শিক্ষকজনাব মোহাম্মদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ হিতৈষী ও জ্বরা বিজ্ঞান ক্লাব,নওগাঁর সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সালাম,নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব মোঃ শরিফুল ইসলাম খান,নওগাঁ জিলা স্কুলের অবসরপ্রাপ্ত স্কাউটস শিক্ষক জনাব আব্দুল গাফফার, নওগাঁ পিএম উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মোঃ শামসুল ইসলাম, চকএনায়েত স্কুলের হাফিজুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল শতবর্ষী বারোজন প্রবীণদের সংবর্ধনা প্রদান। তাদের কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা সহ দশ হাজার টাকার একটি করে চেক প্রদান করা হয়। যারা জীবনের বৈকালিক লগ্নে জেলা প্রশাসকের ঐকান্তিক প্রচেষ্টায় ও সমাজ সেবার আয়োজনে অভিষিক্ত হলেন তারা নওগাঁ জেলার ১.মোছাঃ জহিরন বেগম,২.ঠাকুর মারডি,৩.মোছাঃ জিন্না,৪.তুলমনি,৫.কৌশল্লা বালা মন্ডল, ৬.মোছাঃ মাজেদা বিবি, ৭.মোছাঃ সুকজাদ খাতুন, ৮রামপিরিত রবিদাস, ৯. মোছাঃ কপিজান বিবি, ১০.মোছাঃ আপলাতুন বেগম, ১১.মোঃ হাসেন মোল্লা, ১২.আছিমন বেগম। পরে তাদের সুস্বাস্থ্য কামনা করে এবং রাষ্ট্রের সকলের কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Daily Naogaonnews
Theme Customized By Shakil IT Park