নুরুজ্জামান,পোরশা প্রতিনিধি:পোরশা সীমান্তে একের পর এক চোরাচালানের ঘটনা ঘটতেই আছে। নিতপুর সীমান্ত থেকে দু’টি ভারতীয় মহিষ উদ্ধার করে বিজিবি সদস্যরা। সোমবার সকাল সাড়ে ৮টার সময় নিতপুর সীমান্তের ২৩০ নং পিলারের খড়কা ডাংগা থেকে তারা মহিষ দু’টি উদ্ধার করেন ।১৬ বিজিবি নিতপুর ক্যাম্প কমান্ডার আলমগীর জানান,রবিবার রাতে বাংলাদেশি চোরাকারবারীরা ভারত থেকে মহিষ দু’টি নিয়ে আসছিল। এসময় তার নেতৃত্বে একটি টহল দল চোরা কার্বারিদের দিকে যাওয়ার সময় তারা মহিষ দু’টি রেখে পালিয়ে যায়। পরে মহিষ দুটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসে পাঠানো হয়েছে বলে তিনি জানান। দিন দিন যেভাবে অবৈধ পারাপার বৃদ্ধি পেয়েছে,তা বাংলাদেশিদের জন্য এক আতঙ্ক সৃষ্টি করেছে।এজন্য বিজিবি সদস্য দের আরো দায়িত্বশীল ও সজাক হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান নিতপুর বিজিবি কেম্পের কমান্ডার আলঙ্গির হাসান।চোরাচালান এর বিরুদ্ধে জিরো টোলারেন্স নীতির মাধ্যমেও সাধারণ মানুষের আতঙ্ক দূর করা হবে বলে জানান তিনি।