সুবীর দাসঃ ভোলা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও যশোরে গুলিবিদ্ধ হয়ে নিহত বিএনপির পাঁচ নেতা-কর্মী স্মরণে নওগাঁয় শোক র্যালি ও সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করে।সমাবেশে বক্তারা বলেন, সাধারণ মানুষও বিএনপির দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে রাস্তায় নামছে। আরও রক্ত দিয়ে হলেও সরকার পতনে প্রস্তুত আছে বিএনপি।কর্মসূচি উপলক্ষে আজ সকাল থেকে নওগাঁ জেলা শহরের নওজোয়ান মাঠে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। দুপুর ১২ টার দিকে নওজোয়ান মাঠ থেকে শোক র্যালি বের করেন। র্যালিটি নওজোয়ান মাঠ থেকে শহরের মুক্তির মোড় হয়ে কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম, মামুনুর রহমান, শেখ রেজাউল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাজিবুল্লাহ চৌধুরী, মোস্তাফিজুর রহমান, মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম,জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক দোহা, প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি নেতা-কর্মীদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। গণতন্ত্র উদ্ধারের জন্য আরও রক্ত দিতে প্রস্তুত আছে তাঁরা। অচিরেই গণজোয়ার সৃষ্টি হবে। প্রতিরোধের উত্তাল তরঙ্গে সরকারের পতন ঘটবে। আবু বক্কর সিদ্দিক বলেন, গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য বিএনপির নেতা-কর্মীরা সর্বোচ্চ ত্যাগ শিকার করতে প্রস্তুত আছে। অত্যাচার-নির্যাতন সইতে সইতে জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে, এখন প্রতিরোধের সময়। অচিরেই প্রতিরোধের উত্তাল তরঙ্গ রাজপথে দানা বাধবে। জনগণ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে। যে কোনো মূহুর্তে দেশে গণজোয়ার সৃষ্টি হবে।সেই গণজোয়ারে এই স্বেরাচার সরকারের পতন ঘটবে।