মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির ও পত্নীতলা থানায় নবাগত ওসি সেলিম রেজা যোগদান করেছেন । সংশ্লিষ্ট সূত্রে জানা যায় নবাগত কমিশনার আজিজুল করিম এর আগে বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহীতে কর্মরত ছিলেন। তার নিজ জেলা সিরাজগঞ্জ। তিনি বুধবার ১২ অক্টোবর এই উপজেলায় যোগদান করেন । অপর দিকে নবাগত ওসি সেলিম রেজা এর আগে বগুড়া সদর থানায় কর্মরত ছিলেন । তার নিজ জেলা সিরাজগঞ্জ। তিনি গত মঙ্গলবার অফিস চলাকালীন সময়ে পত্নীতলাথানায় যোগদান করেন। যোগদান উপলক্ষে এই দুই কর্মকর্তাকে সংশ্লিষ্ট দপ্তর থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন শ্রেনীপেশার মানুষ নবাগত দুই কর্মকর্তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।