পত্নীতলা, প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় এসিআই মটরস এর বার্ষিক সার্ভিস ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৩ অক্টোবর ) সকাল ১০ টায় এসিআই মটরস এর আয়োজনে পত্নীতলা ইউনিয়নের চকদুর্গারাম এলাকায় “সোনালিকা ডে- ২০২২ ” এর মতবিনিময় বক্তব্য রাখেন এসিআই মটরস সোনালীকা প্রোডাক্ট ম্যানেজার আলমগীর হোসেন,রাজশাহীর রিজিওনাল ম্যানেজার মাফুজার রহমান। এসময় উপস্থিত ছিলেন ডিলার সাদেকুল ইসলাম, আরাফাত হোসেন মিম, মাসুদ রানা মাসুম এরিয়া সেলস এক্সিকিউটিভ এছাড়াও নওগাঁ এরিয়ার সকল মার্কেটিং রিকভারি ও সার্ভিস টিম কাস্টমার এজেন্ট ও ড্রাইভারগণ প্রমূখ মতবিনিময় থেকে জানা যায় এসিআই মটরস ৫ বছর সার্ভিস ওয়ারেন্টি সেবা দেওয়ার পাশাপাশি সোনালিকা ট্রাক্টরসহ এসিআই মটরসের অন্যান্য কৃষি যন্ত্রপাতি প্রদর্শন, মূল্য ছাড়ে অন দ্য স্পট বুকিং, ছাড়ে স্পেয়ার পার্টস কেনার সুযোগ, ফ্রি হেলথ চেকআপ ও বিক্রয় অনুসন্ধান সহ বিভিন্ন সেবার প্রদান করা হয় চাষের মৌসুমে কৃষক যেন নির্বিঘ্নে ট্রাক্টর ব্যবহার করতে পারেন এজন্য প্রতিষ্ঠার শুরু থেকেই প্রতিবছর এসিআই মটরস দেশব্যাপী সার্ভিস ক্যাম্প ‘সোনালিকা ডে’ আয়োজন করে থাকে। সার্ভিস নিতে আসা উপজেলা’র কৃষক আবু জার ও রুবেল হোসেন বলেন, সোনালিকা ট্রাক্টর এর সার্ভিস ভালো হওয়ায় গত দুই বছর আগে আমরা একসাথে ট্রাক্টর ক্রয় করেছিলাম জনপ্রতি একটা করে এখন আমাদের ট্রাক্টর কারো পাঁচটা, ছয়টা ও সাতটা হয়েছে। এসিআই মটরস সার্ভিস ও ট্রাক্টর ভালো তাই আমরা এসিআই মটরস এর সাথে আছি থাকবো।