নুরুজ্জামান,পোরশা,প্রতিনিধি :
নওগাঁর পোরশায় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ, পোরশা উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী,সেবা গ্রহীতা,জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন।বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন । মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুস আলী। মতবিনিময় সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।