মাহবুব আলমঃ বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি এর যৌথ আয়োজনে দেশব্যাপি বয়স ও বিষয় ভিত্তিক নৃত্য প্রতিযোগিতাই নওগাঁ জেলার নৃত্য শিল্পীরা অংশ গ্রহন করে সেরা নৃত্য শিল্পী হিসেবে পুরস্কৃত হওয়ায় সে সকল নৃত্য শিল্পীদের সন্মাননা দেবার। আয়োজন করেছে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা নওগাঁ জেলা শাখা ১৩ /১০/ ২০২২ তারিখে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট কেন্দ্রীয় শহিদ মিনার নওগাঁ মুক্তির মোড়ে এ অনুষ্ঠানটি আয়োজন করেন নওগাঁ জেলা নৃত্য শিল্পী সংস্থা। সঞ্চালনা করেছেন সুলতান মাহমুদ এবং সভাপতি করেছেন মোর্শেদা বেগম শিল্পী, উক্ত অনুষ্ঠানে বক্তৃতা দেন,নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন,আবৃত্তি পরিষদ,নওগাঁর আবৃত্তিকার রফিফকুদৌলা রাব্বি,মাগফুরুল হাসান বিদ্যুৎ,চন্দন কুমার দেব বুলবুল আহম্মেদ, ডিম এম আব্দুল বারী। এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম খান।