সুবীর দাসঃ গত শনিবার ১৫ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় কৃষকদলের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ব্যারিষ্টার ওবাইদুর রহমান টিপু উপস্থিত ছিলেন। তিনি বলেন,দ্রব্য মূল্যের উর্ধ্ব দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। তাই এ সরকারকে তারা আর চায় না। শনিবার ১৫ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা কৃষক দলের কার্যালয়ে মহাদেবপুর উপজেলা ও ১০টি ইউনিয়নের কৃষক দলের নব-গঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মহাদেবপুর উপজেলা কৃষক দলের আহবায়ক সুলতান মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব হারুনু অর রশীদ রাজুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল,কৃষক দল নওগঁা জেলা শাখার আহবায়ক মমিনুল ইসলাম চ ল,সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু,১০টি ইউনিয়নের আহবায়ক ও সদস্য সচিব। প্রধান অতিথি বলেন,বিএনপির কর্মসূচীতে সাধারণ মানুষের ঢল দেখে সরকার ভয় পেয়েছেন।তাই কর্মসূচীকে ঠকাতে নানা ষড়যন্ত্র করছেন। তত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোন নির্বাচন মেনে নিবেনা। আগামী আন্দোলনে কৃষকদলের নেতাকর্মীদে স্বতফুতভাবে অংশগ্রহণ করে অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহব্বান জানান।