গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁ জেলা পরিষদের নির্বাচনে ৫নং ওয়ার্ড ধামইরহাট উপজেলা আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে উপজেলার সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট ১১৯ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করলে শান্তিপূর্ণ পরিবেশে দুপুর ২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।এতে সাবেক জেলা পরিষদের সদস্য মো. নুরুজ্জামান হোসেন হাতি প্রতীকে ৬১ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হয় এবং তার নিকটতম প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণসম্পাদক মো.শহীদুল ইসলাম তালা প্রতীকে পেয়েছেন মোট ৫৭ ভোট। এদিকে সংরক্ষিত মহিলা সদস্য আসনে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করলে মোছাঃআনজুআরা বেগম হরিণ প্রতীকে পেয়েছেন মোট৪৭ভোট। তার নিকটতম প্রার্থী মোছাঃ নিলু আক্তার বই প্রতীকে পেয়েছেন ৩৭ ভোট। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার। মোট ভোটার সংখ্যা ছিল ১১৯জন এবং ১জনের ভোটর বাতিল হয়েছে।