মাহবুব আলমঃ নওগাঁর সাপাহারে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ভষ্মিভূত হয়ে প্রায় সাড়ে ৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নতুন বাসস্ট্যান্ড আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মনিরের পান-সিগারেটের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে আগুন লেগে যায়। এসময় আগুন বিস্তৃত হয়ে পার্শ্ববর্তী অন্যান্য দোকান গুলোতে লেগে যায়। যার ফলে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৫টি দোকান। ঘটনাটি স্থানীয়রা টের পেলে তাৎক্ষণিক পত্নীতলা ফায়ার সার্ভিসে ফোন করলে ফায়ার সার্ভিসের একটি দল এসে অগ্নি নির্বাপন করেন। ক্ষতিগ্রস্থ দোকানদার মনির,রতন,মান্নানদের সাথে কথা হলে তারা জানান, সব মিলিয়ে প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আগুন লাগার পরে স্থানীয় একজন ব্যক্তি জানালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। আমাদের জরিপ অনুযায়ী প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এবিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি।