মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি সেলিম রেজা এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি বগুড়া সদর থানা থেকে বদলী হয়ে গত মঙ্গলবার ( ১১ অক্টোবর) পত্নীতলা থানায় যোগদান করেছেন। রবিবার( ১৭ অক্টোবর) রাত ৯ টার দিকে থানায় অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজার সভাপতিত্বে উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন অল্প কয়েক দিনেই আমার কাছে পত্নীতলা এবং এখানকার মানুষকে ভাল লেগেছে, আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি । পরিচিত কুশল বিনিময় শেষে নানা বিষয়ে ঘন্টাব্যাপী আলাপচারিতা চলে। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) অর্পন কুমার, ডিএসবি অফিসার জাহাঙ্গীর আলম,থানার পুলিশ উপ-পরিদর্শক বিজন কুমার সরকার, রিমন দত্ত, নজিপুর প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক ফরহাদ হোসেন, সহ সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আল কোরাইশ রকি, সদস্য শাহারিয়া শান্ত,পত্নীতলা মডেল প্রেসক্লাবের সভাপতি আাতাউর রহমান, সহ সভাপতি শাহরিয়ার হাসান পল্লব,সাধারণ সম্পাদক আবু সাঈদ, এছাড়াও সাংবাদিক মাহাদুন্নবী, জামিল হোসেন প্রমূখ।