গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে কবি এস এম আব্দুর রউফ এর আধ্যাত্মিক তত্ত্বমূলক সংগীত শিল্পকর্মের উপর এক সাধু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) দুপুর ৩ টায় ধামইরহাট সরকারি মফিজ উদ্দীন মেমোরিয়াল ডিগ্রী কলেজ হল রুমে কবি এস এম আব্দুর রউফ এর আধ্যাত্মিক তত্ত্বমূলক সংগীত শিল্পকর্মের উপর এক সাধু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোনার বাংলা সংগীত নিকেতনের আয়োজনে প্রণব দাস মিঠু ও জোসনা আরা বেগম এর সঞ্চালনায়, ধামইরহাট সরকারি এম. এম ডিগ্ৰী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী, একাডেমীক সুপার ভাইজার মো. কাজলকুমার, ফয়েজ উদ্দীন মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আইয়ুব আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক তমা আক্তার, প্রভাষক এম, এ, হোসাইন, প্রভাষক কবি আহম্মেদ হোসেন বাবু, কবি গুলজার রহমান, প্রদর্শক মো. আবু সাঈদ, পৌর কাউন্সিলর মো. মেহেদী হাসান, মো. আমজাদ হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মো. এ কে নোমান, সোনার বাংলা সংগীত নিকেতন ও শিল্পকলা একাডেমী শিল্পীবৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন।