গোলজার হোসেন,ধামইরহাট,প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ৭৮জন,মৃত৬৫জন বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন -বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ মো. শহীদুজ্জামান সরকার, এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সহ-সভাপতি নব-নির্বাচিত জেলা পরিষদ সদস্য মো. নুরুজ্জামান হোসেন, সাধারণ সম্পাদক মো.শহীদুল ইসলাম, পৌর মেয়র মো. আমিনুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল হক সরকার, নির্বাচন অফিসার মো. সাজ্জাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. আব্দুর রউফ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক, অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।