মেজবাউল হক,নওগাঁঃ নওগাঁর ঐতিহ্যবাহী আবৃত্তি সংগঠন আবৃত্তি পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ৷ গত ২১ অক্টোবর ২০২২ইং তারিখে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে দিনব্যাপী এই কর্মসূচী শুরু হয়েছিল। পুরাতন কালেক্টর চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়েছিল। এ উপলক্ষে আলোচনা সভা, আবৃত্তি প্রযোজনা, বরেন্য আবৃত্তি শিল্পীর একক আবৃত্তি ও পুরস্কার বিতরন করা হয়েছিল ৷ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ খালিদ মেহেদী হাসান, পি এ এ, জেলা প্রশাসক, নওগাঁ ৷ উদ্বোধক ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক | উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মোঃ ময়নুল হক দুল দুল ৷