গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে শিক্ষক দিবস-২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু, প্রতিপাদ্য বিষয়ে শিক্ষক দিবস-২২ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধামইরহাট সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস, এম আব্দুর রউফ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সভাপতি আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সাংসদদের এমপি আলহাজ্ব মো. শহীদুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উপজেলা শিক্ষা অফিসার মো. আজমল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহা, একাডেমীক সুপার ভাইজার মো. কাজল কুমার, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলালি রব্বানী, অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।