গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট আগ্রাদ্বিগুণ ইউনিয়ন আওতাধীন কমরইল ২০তম ঐতিহ্যবাহী সোহরাই উৎসব উদযাপন করা হয়েছে।বুধবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ধামইরহাট আগ্রাদ্বিগুণ ইউনিয়ন আওতাধীন কমরইল (বেড়াআড়া) আদিবাসী ফুটবল মাঠে কমরইল (বেড়াআড়া) সোহরাই উৎসব কমিটি ও গ্ৰামবাসীর আয়োজনে সাপলা সংঘের সহযুগীতায় ২০তম ঐতিহ্যবাহী সোহরাই উৎসব উদযাপন করা হয়েছে। এসময় বিশত তিগ্যা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক নওগাঁ খালিদ মেহেদী হাসান,পিএএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা সহ-সভাপতি প্রদীপ কুমার আগারওয়াল, উপ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ মো.আকতার হোসেন, আগ্রাদ্বিগুণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন মোস্তাক, ধামইরহাট প্রেসক্লাব সভাপতি মো. আব্দুল আজিজ, ধামইরহাট মডেল প্রেসক্লাব সভাপতি মো. অরিন্দম মাহমুদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।