মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ সারা দেশব্যাপী নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চালিয়ে আসছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তারই ধারাবাহিকতায় চলতি বছরের ৪র্থ কিস্তিতে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নে ১হাজার ৯২টি পরিবার এই সুবিধা পাচ্ছে। এতে করে স্বস্তি ফিরেছে খেটে-খাওয়া নিম্ম আয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবারের সদস্যদের মাঝে। তবে এই টিসিবি পন্য ধারাবাহিক ভাবে মাসে একবার নয় একাধিকবার প্রদান করতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন সুবিধাভোগীরা। এই টিসিবি কার্ড প্রদানে পরিবার বাছাইয়ে অনেক নিম্ন আয়ের পরিবার বাদ পরেছে এবং স্বচ্ছল পরিবার অন্তর্ভুক্ত হয়েছে বলেও একাধিক অভিযোগ পাওয়া গেছে । জানা গেছে, উপজেলার একটি পৌরসভা ও ১১ টি ইউনিয়নে ২০২২-২৩ অর্থবছরের ৪র্থ কিস্তিতে নায্য মূল্যে টিসিবির পন্য বিক্রি কার্যক্রম চলছে। শুক্রবার ২৮( অক্টবর)সকাল হতে নজিপুর ইউনিয়নের কাটাবাড়ি মোড়ে মেসার্স সবুজ ভ্যারািটি ষ্টোর ডিলারেরর মাধ্যমে কার্ডধারী পরিবার ৪০৫টাকার প্যাকেজে ২লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি পাচ্ছেন। টিসিবি ডিলার মেসার্স সবুজ ভ্যারাইটি ষ্টোর এর মিশু বলেন আমরা নিয়ম মেনে পণ্য বিক্রিয় করছি আজ নজিপুর ইউনিয়নের ১হাজার ৯২জন কার্ডধারী পরিবারে টিসিবি পণ্য দেওয়া হচ্ছে আগামী রবিবার ও সোমবার নজিপুর পৌরসভায় পণ্য বিক্রিয় করা হবে।নজিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু বলেন নিন্ম আয়ের মানুষের মাঝে সাশ্রয়ী মূল্যে টিসিবির মাধ্যমে এই পণ্য বিক্রির কার্যক্রম সত্যিই এক যুগান্তকারী পদক্ষেপ।প্রতি মাসে একবার করে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রিয় করা হচ্ছে। আশা করছি এটি অব্যাহত থাকবে। টিসিবির পন্য যাতে কোন ভাবেই কালোবাজারে বিক্রি করা না হয় এবং ওজনে কম দেয়া না হয় সেই বিষয়ে প্রত্যেক ডিলার কে প্রশাসন নির্দেশ প্রদান করেছে। যদি কারো বিরুদ্ধে টিসিবি পণ্য বিক্রির বিষয়ে কোন প্রকারের অনিয়মের অভিযোগ পাওয়া যায় তাহলে তা তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নিবেন উপজেলা প্রশাসন ।