গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধি:নওগাঁর ধামইরহাটে জাতীয় যুবদিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে জাতীয় যুব দিবস-২০২২ উদযাপন করা হয়।এসময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার, অফিসার্স ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজীসহ প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২জন সফল আত্যকারি মাঝে ক্রেস্ট, ৩জন সফল যুব সংগঠককে পুরস্কার ও ৮জন যুব উদ্যোক্তাকে ৪লক্ষ্য সত্তর হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।