মেজবাউল হক,নওগাঁঃ জেলার সীমান্তবর্তী উপজেলা ধামইরহাট ৷ অত্র উপজেলার ধান ও আমের সুখ্যাতি রয়েছে দেশজুড়েই ৷ সরেজমিন ঘুরে দেখা যায়, অন্য রকম একটি প্ৰদৰ্শনী প্লট ৷ ধামইরহাট থেকে ৩কিঃ মি উত্তরে অবস্থিত জগদ্দল বিহার ৷ জগদ্দল বিহার পার হয়ে কিছু দূর এগুতেই চোখে পড়ল বিরল প্রজাতির একটি শস্যের খেত ৷স্থানীয়দের জিঙ্গেস করলে তারা জানান এটি কোন শস্যের ক্ষেত নয় ৷এটি অতি প্রয়োজনীয় মেডিক্যাল তুলা(স্থানীয়দের মতে)৷ আমাদের দৃষ্টি পড়ে সুন্দর কিছু গোলাপী ও সাদা ফুলের দিকে ৷ দেখতে কিছুটা গোলাপ আকৃতির ৷ উপজেলা কৃষি অফিসার মোঃ তৌফিক আল জোবায়ের মুঠোফোনে জানান ,সেটা হচ্ছে হাইব্রিড রূপালী-১ জাতের তুলার গাছ |এই গাছ দেখতে ফুল গাছের মতোই৷ এটির বাস্তবায়ন করছে তুলা উন্নয়ন বোর্ড জোনাল কার্য্যলয় বগুড়া ৷ অর্থায়নে তুলা উন্নয়ন বোর্ড খামারবাড়ী ঢাকা | তিনি জানান, তার উপজেলার ২৩০০০ হেক্টর আবাদী জমি রয়েছে ৷ তাই এই তুলা চাষ উপজেলার আবাদী জমির ১ শতাংশের ও কম ৷ তাই আমরা কৃষি অফিস এগুলোর তথ্য তেমন রাখিনা ৷ কৃষক রুহুল আমিন বলেন, আমার জয়জয়পুর মৌজার২৫ শতাংশ জমিতে বগুড়া থেকে তুলা উন্নয়ন বোর্ড নিজস্ব অর্থায়নে এই চাষ করছে ৷ আমাকে শুধু জমির ভাড়া ও দেখভালের জন্য কিছু অর্থ সহায়তা দিয়ে থাকে ৷