1. admin@dailynaogaonnews.com : admin :
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন, মোরা দেখি মোদের ভবিষ্যৎ তোমার নয়নে, তুমি আছো আমাদের সকল হৃদয়ে! নওগাঁর ধামইরহাটে রোগাক্রান্ত গরু জবাইয়ের অপরাধে কসাইকরের জরিমানা নওগাঁর পত্নীতলায় নেচে গেয়ে কারাম উৎসব উদযাপন নওগাঁর বদলগাছীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ,পুড়িয়ে ধ্বংস নওগাঁয় সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোঃ লিঃ এর ২২ লাখ(প্রায়) টাকার চেক বিতরণ অনুষ্ঠিত রাজশাহী জেলার বাগমারা ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার দুইটি গ্রাম পেতে যাচ্ছে শহরের সকল সুযোগ-সুবিধাগুলোই ধামইরহাটে পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন ধামইরহাটে কৃষি প্রাণিসম্পদ ও মৎস খাতের উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ উদ্বোধন নওগাঁর ধামইরহাটে নতুন ইউএনও হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলেন আবু হাসান

নওগাঁর বালুডাঙ্গা বাসস্ট্যান্ড মুখর চড়ুই পাখির কলতানে

  • প্রকাশিত : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৮২ বার পঠিত

মেজবাউল হক,নওগাঁঃ নওগাঁ জেলা শহরের প্রবেশদ্বার বালুডাঙ্গা বাস টার্মিনাল ৷ ভোর পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এই বাসস্ট্যান্ডে নওগাঁর ১১টি উপজেলার মধ্যে ৯টি উপজেলায় সরাসরি বাস চলাচল করে ৷এছাড়াও বিভিন্ন জেলায় যেমন রাজশাহী,চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ এ নিয়মিত এখান থেকে গাড়ী আসা যাওয়া করে থাকে ৷ নওগাঁ শহর থেকে ৩কিঃ মিঃ পশ্চিমে প্রায় ৪ একর জমির উপর এটির অবস্থান ৷ এই বাসস্ট্যান্ডে শহর থেকে প্রবেশের সময় প্রথমেই চোখে পড়বে বদলগাছী বাস টার্মিনাল এর ঠিক পূর্ব প্বার্শে রয়েছে একটি পাইকর গাছ | গাছটির ডাল ফেনাও প্রচুর৷ আর গাছের নিচে বিভিন্ন ফলের পসরা সাজিয়ে বসেছে দোকানীরা৷ দিনে প্রায় ৫০.০০০ লোকের সমাগমে সরগরম থাকে এই টার্মিনাল ৷এই কোলাহল ও বিভিন্ন যানবাহনের শব্দে যখন মানুষের মাথাব্যাথা শুরু হয়ে যায় ঠিক তখনই বিকেল গড়িয়ে সন্ধ্যে আসার কিছুক্ষন আগে থেকেই শত শত চড়ুই পাখির ঝাঁক আসতে শুরু করে এই গাছটিতে ৷ গাছের ঝুলে থাকা শেকর ডাল ফেনা পাতা সবই ভরে যায় চড়ুই পাখির ঝাকে ৷কথা হয় বিআরটিসি বাস কাউন্টারের এক ব্যাক্তির সাথে ৷ সে বলে আসলেই এই দৃশ্য দেখার মতো ৷ খুব সুন্দর লাগে যখন ঝাঁকে ঝাঁকে চড়ুই এই বাস্ত শহরকে আরও বাস্ত করে তোলে ৷ আর এই এলাকার ব্যবসায়ী ও যাত্রীরা কেউই কোন রূপ প্রতিবন্ধকতা সৃষ্টি করেনা পাখিদের কলরবে ৷ তিনি বলেন নিজ চোখে না দেখলে প্রকৃতির এই সৌন্দর্য্য বলে বুঝানো যাবে না। বেশ কয়েক বছর থেকেই চড়ুইগুলো বিকেল ৫টা থেকে সকাল অব্দি থাকছে ৷ আমরা সকলেই তাদেরকে নিরাপদে রাখার চেষ্টা করি ৷

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Daily Naogaonnews
Theme Customized By Shakil IT Park