গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধি:নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতায় জেরে গভীর রাতে মাঠের কাঁচা পাকা ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে গত বৃহস্পতিবার রাতে উপজেলার ধামইরহাট ইউনিয়নের মইশড় গ্রামের মৃত কাবেজ উদ্দিনের ছেলে কায়েম উদ্দিন বাদী হয়ে একই গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে আবু সালামসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাতে দেশীয় অস্ত্রসহ কাস্তে, বাঁশের বাঁক ও রশি নিয়ে পৈতৃক সূত্রে পাওয়া ২৫ শতাংশ তফশীল জমি থেকে ২০ মন কাঁচা পাকা ধান কেটে নিয়ে যায়। এতে ওই জমির মালিক কায়েম উদ্দিনের প্রায় ২৩ হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি লিখিত অভিযোগ করেন। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী বলেন, ধান কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই জমিতে এর আগে একটা মামলাও হয়েছিল বলে তিনি জানান।