মাহবুব আলম রানাঃ নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলার মিঠাপুর ইউপির মিঠাপুর গ্রামের আব্দুর রহিম মোল্লার ছেলে সাংবাদিক বুলবুল আহমেদ বুলু। তাঁকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন নওগাঁ জেলা শাখার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাঃ সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক সুমন। এই সম্মানে ভূষিত করায় বদলগাছী উপজেলা শাখা আওয়ামীলীগ সহ সকল অংঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সম্মান পূর্বক অভিনন্দন জানিয়েছেন। ১৬ নভেম্বর বিকাল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত পরিচিতি ও বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বদলগাছী উপজেলা শাখার সভাপতি আবু শাহিন মন্ডল।বদলগাছী উপজেলা শাখার স্বেচ্ছাসেবক লীগের সাঃ সম্পাদক শ্রী সুব্রত কুমার মন্ডল এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ বদলগাছী উপজেলা শাখার সাঃ সম্পাদক মিজানুর রহমান কিশোর, নওগাঁ জেলা শাখার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাঃ সম্পাদক এ্যডভোকেট ওমর ফারুক সুমন সহ উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অংঙ্গ সংগঠনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।নওগাঁ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাঃ সম্পাদক প্রথমে বদলগাছী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কমিটির সভাপতি ও সাঃ সম্পাদক সহ সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং বদল গাছী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল সদস্যদের আগামীতে নওগাঁ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে সফল ও সার্থক করার আহবান জানান। পরিশেষে সভার সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে পরিচিতি সভার সমাপ্তি ঘোষণা করেন।