গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধি:নওগাঁর ধামইরহাটে পারগানা বাইসি, আদিবাসী সমবায় সমিতি লিমিটেড ও উপজেলা শাখা পূজা উদযাপন পরিষদের আয়োজনে বড়দিন উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর ২ টায় উপজেলার ২ নম্বর ওয়ার্ডের বিরাডাঙ্গা উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের হলরুমে ২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপন উপলক্ষে সাঁওতালি ভাষা রোমান বর্ণ সংরক্ষণ, উরাও, পাহান, মুন্ডা, মাহালী, সিংদের মাইথান, মাইঝিথান ও সামাজিক সম্প্রীতি বজায় রাখাসহ মাদক নির্মূলের উপর বিস্তারিত আলোচনা করা হয়।এতে সভাপতিত্ব করেন পারগানা বাইসি উপজেলা শাখার সভাপতি সেবাস্তিয়ান হেমরম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.শহীদুল ইসলাম,উপজেলা আদিবাসী বহুমুখী সংগঠনের সভাপতি ইশ্বর মার্ডি,সাধারণ সম্পাদক বিশ্বনাথ ট্রুডু,আদিবাসী পারগানা পরিষদের সাধারণসম্পাদক কুরশিদ পাহান,উপজেলা শাখা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রাম জনম রবিদাস প্রমুখ।