গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে বিশ্বকাপ-২০২২ ফুটবল খেলা উপলক্ষে আর্জেন্টিনা দলের সমর্থকদের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) বিকেল চারটায় ধামইরহাট সরকারি মফিজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রী কলেজ চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এ সময় বিভিন্ন বয়সী তরুণরা জাতীয় পতাকা ও আর্জেন্টিনা দলের টি-শার্ট পরে মোটরসাইকেল নিয়ে দলে দলে শোভাযাত্রায় এসে মিলিত হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ডিগ্রী কলেজ চত্বরে এলে “মেসির হাতেই বিশ্বকাপ” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো কলেজ চত্বর। পৌর প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা ও আর্জেন্টিনা দলের সমর্থকেরা বলেন, মেসির হাত ধরে বিশ্বকাপ শিরোপা এবার আর্জেন্টিনার ঘরেই যাবে।