1. admin@dailynaogaonnews.com : admin :
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোঃ লিঃ এর ২২ লাখ(প্রায়) টাকার চেক বিতরণ অনুষ্ঠিত রাজশাহী জেলার বাগমারা ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার দুইটি গ্রাম পেতে যাচ্ছে শহরের সকল সুযোগ-সুবিধাগুলোই ধামইরহাটে পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন ধামইরহাটে কৃষি প্রাণিসম্পদ ও মৎস খাতের উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ উদ্বোধন নওগাঁর ধামইরহাটে নতুন ইউএনও হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলেন আবু হাসান ধামইরহাট মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন হানিফুল ইসলাম নওগাঁর মহাদেবপুর ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রীতি মেলা অনুষ্ঠিত নওগাঁয় মতবিনিময় সভায় প্রাণি ও মৎস্য সচিব ড.নাহিদ রশীদ নওগাঁয় প্রথমবারের মত জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হলো নওগাঁর পত্নীতলায় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন

চলচ্চিত্রে “লাল শাড়ি” তে নওগাঁর চানঁ সুন্দরী ইমরান হাসো

  • প্রকাশিত : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৭০ বার পঠিত

মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ সরকারি অনুদানে বন্ধন বিশ্বাসের পরিচালনায় অপু- জয় প্রজোযিত জননন্দিত নায়িকা অপু বিশ্বাসের এবং সাইমন সাদিক অভিনীত লাল শাড়ী সিনেমায় দেখা যাবে অভিনেতা ইমরান হাসুকে চাঁন সুন্দরী হিসাব । এই ছবিতে হিরোইন নায়িকা অপু বিশ্বাসের বান্ধবী এবং হিরো সাইমন সাদিকের বন্ধু কমেডিয়ান চাঁন সুন্দরী চিরেত্রে অভিনয় করছেন সময়ের ব্যস্ত অভিনেতা ইমরান হাসো। আজ তার শুভ জন্মদিন।এমরান হোসেন,মিডিয়ায় ডাক নাম ইমরান হাসো। দেশের উত্তরের জনপদ বরেন্দ্র এলাকার নওগাঁ পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের সোবহান আলীর ঘরে ১৯৯৭ সালে ১১ ডিসেম্বর জন্ম তার। এবার ২৫ তম জন্মদিন এই অভিনেতার।পাড়ার গাঁয়ে কাদা মাটিতে বেড়ে ওঠা সেই হাসো এখন সারা দেশেই জনপ্রিয়। দিনে দিনে মন জয় করে হাজার হাজার শ্রোতা ভক্ত ও শুভাকাক্ষির। হাসো আর পত্নীতলার নয় সারাদেশের দর্শকপ্রিয় নন্দিত তারকা। ছোট বেলায় স্বপ্ন ছিল আইনজীবী হবার সময়ের পরিবর্তনে হয়েছেন অভিনেতা । ওপার বাংলার জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো মীরাক্কেল দেখে তার মনের গভীরে অভিনয়ের সপ্ন বীজ বপন করেন । সেই থেকেই ভাবনা যদি সে অভিনয় করতে পারতো ।তাকে যদি টিভির পর্দায় দেখা যেত,সংবাদপত্রে যদি তাকে নিয়ে নিউজ হতো। মিশুক প্রকৃতির হাসো ছোট থেকেই সে এলাকায় ব্যাপক পরিচিত ছিল। সবার সাথেই আবাধ বিচরন এলাকার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে কমেডি পারফরম্যান্স করে মানুষ কে হাসাতো। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে সবসময় কৌতুক এবং অভিনয়ের জন্য পুরষ্কার টা তার জন্য একেবারে বরাদ্দ হয়েই থাকতো । রাজশাহী বিভাগীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় রানার্স আপও হয়েছে তার স্কুলের গ্রুপ নিয়ে। এরপর ২০১৫ সালে বাংলাদেশের একমাত্র কমেডি রিয়েলিট শো হা-শো তে অডিশন এবং সেরা ৪০ জনের মধ্যে একজন হয়। এরপর প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে যায় ।তখন আসলে অনেক ছোট ছিল। মাত্র স্কুলের গন্ডি পেড়িয়ে কলেজে পা রাখে। এরপর কান্না করতে করতে বিএফডিসি থেকে চলে যায়।আর মনে মনে প্রতিজ্ঞা করেএকদিন অভিনেতা হবেই হবে । মলিন মন নিয়ে গ্রামে ফিরে আসে।পড়াশোনা করে কিন্তুু মন পড়ে থাকে টিভির পর্দায়। এরপর ২০১৪ সালে এসএসসি পরীক্ষা শেষ করে ঢাকায় আসে। আর মিডিয়াপাড়ায় উঁকি ঝুঁকি মেড়ে অল্প সল্প সবার সাথে যোগাযোগ করতে থাকে। ২০১৪ সালে এসএসসি ২০১৬ এইচএসসি পাশ করে এখন তেজগাঁও কলেজে থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে অনার্স করছেন। সে “রঙ্গনা নাট্যগোষ্ঠীর” একজন নাট্যকর্মী। শিল্পী সমিতির সদস্য। ২০১৭ সালের শেষের দিকে তার রুপালি পর্দায় অভিষেক। ২০১৮ শেষের দিকে নাটকে ,২০১৯ সালে কাজ শুরু। ২০২০ থেকে শুরু হয় তার নাটকের একটানা কাজ। যেন দম ফেলার ফুরসত নেই। হঠাৎ করোনার জন্য থমকে যায় তার কারন কাজ বন্ধ ছিল। এ পর্যন্ত টানা ২ বছরে একের পর এক নাটকে অভিনয় চলছে এভাবে ২ শ নাটকে অভিনয় শেষ হয়েছে তার। উল্লেখযোগ্য নাটক “স্বপ্ন আড্ডা” নাটকে”ছুম্মাচোর “বকুলপুর” নাটকে “রকেট চরিত্র ২০টি সিনেমায় অভিনয় শেষ করেছেন এর মধ্যে মুক্তি পেয়েছে। ” নায়ক” “অমানুষ,” প্রেম চোর” “শান” “বসন্ত বিকেল” মুক্তির অপেক্ষায় “বর্ডার (সুলতানপুর” যা তার ক্যারিয়ারের ভালো কাজ করার সাহস যুগিয়েছে। এবং “লাল শাড়ি”এ সিনেমাটি তার ক্যারিয়ারের সুন্দর একটি কাজ বলে জানান। এছাড়াও ও “আগুন””তোলপাড়,’নদীর জলে শাপলা ভাসে’প্রেমের বাঁধন” মুক্তি পাবে সামনে।সে নিয়মিত নতুন নতুন কাজ করার চেষ্টা করছে ইমরান বলেন আপনারা বেশী বেশী বাংলা নাটক দেখুন বাংলা সিনেমা দেখুন, মঞ্চ নাটক দেখুন। সব কাজ যে ভালো না হবে তা না।যেগুলো ভালো সেগুলো গ্রহণ করবেন আর যেগুলো খারাপ সেগুলো বর্জন করবেন। আপনাদের জন্যই আমরা।সবাই দোয়া করবেন আমার জন্য। আমি আপনাদের ভালোবাসা নিয়ে সামনের পথ চলতে চাই।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Daily Naogaonnews
Theme Customized By Shakil IT Park