গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ১৪০বোতল ফেন্সিডিল সহ একজনকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট। রবিবার (১১ ডিসেম্বর) রাত ৯টায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান, আটিলারী এর নেতৃত্বে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়ন আওতাধীন কোকিলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১৪০ বোতল ফেন্সিডিল সহ পেশাদার মাদক ব্যবসায়ী মো. রুবেল হোসেন (৩৫), পিতা মো. আকতার হোসেন, গ্ৰাম: রঘুনাথপুর, উপজেলা: ধামইরহাট জেলা: নওগাঁকে হাতেনাতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা যায় যে, উক্ত ধৃত আসামি দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে অভিনব কায়দায় নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের নিকট সরবরাহ করে আসছিল। পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে মামলা দায়ের করা হয়েছে।