গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সকাল সারে এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদকের অপব্যবহার রোধে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, উমার ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক সরকার, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।