মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা সদর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নজিপুর সরকারি কলেজের রোভার স্কাউট গ্রুপের বার্ষিক প্রকৃতি পর্যবেক্ষণে দেশের বিভিন্ন প্রকৃতিক পর্যটন এলাকা দর্শন। শুক্রবার( ১২ ডিসেম্বর) সকালে নজিপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইদুর রহমানের তত্ত্বাবধানে একটি রিজার্ভ বাসযোগে এই রোভার টিমের প্রকৃতি পর্যবেক্ষণের যাত্রা শুরু হয় দিনব্যাপী তারা দেশের উত্তরাঞ্চলের উল্লেখযোগ্য দর্শনীয় রামসাগর, রাজবাড়ী, সুখ সাগর, সিংড়া ফরেস্ট, কান্তজী মন্দির সহ বিভিন্ন দর্শনীয় স্থানে প্রকৃতি পর্যবেক্ষণ করে রাত সাড়ে ৯ টায় ফিরে আসে। প্রকৃতি পর্যবেক্ষণ টিমে ছিলেন সহকারী অধ্যাপক (পদার্থ) ও স্কাউট লিডার মুহাম্মদ ইব্রাহিম, সহকারী অধ্যাপক( অর্থনীতি) ও স্কাউট লিডার কোহিনুর সুলতানা, সহকারী অধ্যাপক (রাস্ট্র বিজ্ঞান) আলমগীর কবির, সহকারী অধ্যাপক (রসায়ন) আকতারুল ইসলাম, সহকারী অধ্যাপক (ভূগোল) শরিফ আহমেদ, প্রভাষক (বাংলা) ইব্রাহীম আলী, প্রভাষক (ইংরেজি) আজাহারুল ইসলাম, সিনিয়র রোভার মেট মাসুমুল হক সিয়াম ও তসিবা পারভীন নিশী সহ ১৭ জন স্কাউট সদস প্রমূখ। আজ মঙ্গলবার সন্ধ্যায় তাদের প্রকৃতি পর্যবেক্ষণ সম্পর্কে জানতে চাইলে সিনিয়র রোভার মেট মাসুমুল হক সিয়াম বলেন প্রকৃতি পর্যবেক্ষণে গিয়ে প্রকৃতিকে কাছ থেকে দেখেছি সৌন্দর্য অনুভব করেছি এই সব স্থাপনা বা নিদর্শনের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারলাম, শিক্ষক শিক্ষার্থী একসাথে ঘুরলাম সবাই খুব ভাল লেগেছে।