প্রেস রিলিজ,সছাফ্র,নওগাঁঃ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শিশির ও অন্যান্য নেতৃবৃন্দ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে, নওগাঁ সরকারি কলেজে ক্যান্টিন স্থাপন-কলেজ বাস চালুর দাবিতে স্বাক্ষর সংগ্রহে ছাত্রলীগ কলেজ শাখার বাধা প্রদান,সংগৃহীত স্বাক্ষর কেড়ে নেওয়ার চেষ্টা ওসমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সংগঠক ও জেলাকমিটির সভাপতি মিজানুর রহমানকে লাঞ্ছিত করার তীব্র নিন্দা ওপ্রতিবাদ জানায়।সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নওগাঁ সরকারি কলেজ শাখার উদ্যোগে আজ ১৪ ই ডিসেম্বর ২য় দিনের মতো স্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে ছাত্রলীগ বাধা প্রদান করে। বাধা উপেক্ষা করে কর্মসূচি পালন শেষে,কলেজ অডিটোরিয়ামে কলেজ প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ। আলোচনা শেষে অডিটোরিয়ামে থাকা ছাত্রলীগের নেতৃবৃন্দ কথা বলতে চায় এবং ক্যাম্পাসে কোন কর্মসূচি হলে তাদের অবগত করার কথা বলে। এই আরোপিত স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তের বিরোধীতা করলে ছাত্রলীগ চড়াও হয় ছাত্র ফ্রন্টের উপর। সংগৃহীত স্বাক্ষর কেড়ে নেওয়ার চেষ্টা করে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কলেজ শাখার সংগঠক ও জেলা কমিটির সভাপতি মিজানুর রহমানকে লাঞ্চিত করে। ছাত্রলীগের এই ঘটনা তাদের দখলদারিত্বকে উন্মোচিত করে এবং ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশকে নস্যাৎ করে। বিবৃতিতে নেতৃবৃন্দ, ছাত্রলীগের দখলদারিত্বের তীব্র প্রতিবাদ ও নওগাঁ সরকারি কলেজসহ দেশের সকল কলেজের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের জোর দাবি জানায়।