1. admin@dailynaogaonnews.com : admin :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পত্নীতলায় বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নওগাঁয় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা আলোকিত হও, আলো ছড়াও নওগাঁর ধামইরহাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন নওগাঁর বদলগাছীতে শিশু ভরা নদীতে ডুবে মৃত্যু আজ প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন, মোরা দেখি মোদের ভবিষ্যৎ তোমার নয়নে, তুমি আছো আমাদের সকল হৃদয়ে! নওগাঁর ধামইরহাটে রোগাক্রান্ত গরু জবাইয়ের অপরাধে কসাইকরের জরিমানা নওগাঁর পত্নীতলায় নেচে গেয়ে কারাম উৎসব উদযাপন নওগাঁর বদলগাছীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ,পুড়িয়ে ধ্বংস নওগাঁয় সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোঃ লিঃ এর ২২ লাখ(প্রায়) টাকার চেক বিতরণ অনুষ্ঠিত

নারী উদ্যোক্তাদের নিয়ে নওগাঁয় বেকিং ওয়ার্কশপ এন্ড ইন্টারপ্রিনিয়ার্স মিট- আপ প্রোগ্রাম -২০২২ অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৪৯৪ বার পঠিত

নওগাঁ নিউজ ডেস্কঃ প্রমবারের মতো নওগাঁতে “মি. এন্ড মিসেস কেক বাই সাদিয়া “- এর আয়োজনে অনুষ্ঠিত হলো বেকিং ওয়ার্কশপ এন্ড ইন্টারপ্রিনিয়ার্স মিট- আপ প্রোগ্রাম -২০২২। সেই সাথে প্রোগ্রাম এর চমক ছিলো “মি. এন্ড মিসেস কেক বাই সাদিয়া”র ছাত্রীবৃন্দের নিয়ে আয়োজিত কেক কন্টেস্ট। নওগাঁতে একেবারে প্রথম এ আয়োজনে সবাই বেশ মুগ্ধ ও আনন্দিত। প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পি.টি আই এর ইন্সট্রাক্টর এ.এফ.এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত সেফ নাজমিন ইসলাম। সভাপতিত্ব করেন সাদিয়া তামান্না ( সি.ই.ও এন্ড ফাউন্ডার মি. এন্ড মিসেস কেকস বাই সাদিয়া, হেড ওফ বেকিং ইন্সট্রাক্টর ও কোর্স কো-অর্ডিনেটর (এফ মার্ট বেকিং হাউজ)। প্রোগ্রাম এর উদ্দেশ্য ছিলো নারী উদ্যোক্তাদের তাদের কাজের সম্মাননা স্বরুপ সংবর্ধনা প্রদান করা। যে সকল নারীরা ক্ষুদ্র পরিসরে কাজ করেও আজ অর্থনৈতিক ভাবে সফল এবং সাবলম্বী তাদেরকে নিয়ে আয়োজন করা হয়েছিলো। সেই সাথে আরো নতুন উদ্যোক্তা তৈরি এবং উৎসাহ প্রদানের মাধ্যমে কিভাবে তারা এগিয়ে যাবে সে বিষয় টি তুলে ধরা হয়। “মি. এন্ড মিসেস. কেক বাই সাদিয়া” দেশের বিভিন্ন জেলায় কেক বেকিং প্রশিক্ষণ দিয়ে থাকেন। শুধু নওগাঁ জেলাতেই তার শিক্ষার্থী প্রায় ৩ শতাধিক। তার বেশির ভাগ শিক্ষার্থী আজ সফল ও নারী উদ্যোক্তা! তারা নিয়মিত হোম মেড কেক এবং খাবার নিয়ে বিজনেস করছেন। এছাড়াও “মি. এন্ড মিসেস. কেক বাই সাদিয়া -র চেয়ারম্যান সাদিয়া তামান্না নারী উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করেন। গত ১৭ ই ডিসেম্বর বিজয় দিবসের লাল-সবুজের উল্লাসে প্রোগ্রাম টি আরো মনোমুগ্ধকর করে উপস্থাপিত হয়। উক্ত প্রতিষ্ঠানের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। কেক কন্টেস্ট এ বিজয়ী ও ১ম হোন- মেহেরুন নেসা হীরা, ২য় হোন আয়েশা নূর রানু ও ৩য় হোন আসমা-উল-হুসনা। তাদেরকে বিশেষ সম্মাননা জানানোর জন্য প্রদান করা হয় মেডেল, সার্টিফিকেট ও উপহার। অনুষ্টানের সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি নারী উন্নয়ন ও তাদের কাজ অব্যাহত রাখার জন্য গঠন মূলক বক্তব্য রাখেন। প্রধান অতিথি বলেন নারীদের অনেক সংগ্রাম ও লড়াই করে এগিয়ে যেতে হয়। জীবনে সবকিছু বিক্রি করলেও স্বপ্ন কখনও বিক্রি করবেন না। কারণ স্বপ্ন, আর ইচ্ছা থাকলেই মানুষ এগিয়ে যেতে পারে। সভাপতি – নারী উন্নয়ন ও তাদেরকে কিভাবে এগিয়ে যেতে হবে, কিভাবে তিনি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করলেন সে বিষয়ে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি নারীদের সাফল্য ও প্রতিবন্ধকতা নিয়ে কথা বলেন। অনুষ্টানের শেষ সময়ে তাদের প্রিয় ম্যাডাম ও “”মি. এন্ড মিসেস কেক বাই সাদিয়া” এর প্রতিষ্টাতা “সাদিয়া তামান্না ” কে তার প্রানপ্রিয় অনুগত ছাত্রীরা মানপ্রত্র,ক্রেস্ট ও মেডেল দিয়ে বিশেষ সম্মাননা প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Daily Naogaonnews
Theme Customized By Shakil IT Park