গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে সার, বীজ, কীটনাশকসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবিতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ডিসেম্বর) বিকাল ৪টায় ধামইরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিমতলী মোড়ে ধামইরহাট উপজেলা শাখার সমাজতান্ত্রিক দল বাসদের সভাপতি দেবলাল টুডুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মিজানুর রহমান, পত্নীতলা উপজেলা শাখার আহ্বায়ক রবিউল ইসলাম, জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক তারামনি, জেলা বাসদের আহ্বায়ক জয়নাল আবেদিন মুকুল, জয়পুরহাট জেলা আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটি বাসদের সদস্য ওয়াজেদ পারভেজ প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বিভিন্ন দাবি জানায়। দাবিসমূহ হলোঃ সার, বীজ, কীটনাশকসহ সকল ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমাতে হবে।গ্রামে গ্রামে সেনাবাহিনীর দরে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা করতে হবে।