নওগাঁ নিউজ ডেক্সঃ নওগাঁয় আঁধার কেটে, জ্বলুক শিখা শ্লোগানে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ), নওগাঁ জেলা শাখার উদ্যোগে দু’দিন ব্যাপী ঊনবিংশ মানবাধিকার নাট্য উৎসব-২২ উদযাপনের ১ম দিনের শুভ উদ্বোধন। গত ২২ ডিসেম্বর বিকাল ৩ ঘটিকায় শহরস্থ মুক্তির মোড় কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে, সংগঠনের সভাপতি উত্তম সরকার এর সভাপতিত্বে, উদ্ধোধক হিসেবে উদ্বোধন করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রফেসর ড. শাবিন শাহরিয়ার। নাট্যউৎসব আয়োজনে ছিল সূচনা যাত্রা, জাতীয় সঙ্গীত, শুভ উদ্বোধন, আলোচনা ও গুণীজনদের সম্মাননা, সঙ্গীতানুষ্ঠান নৃত্যানুষ্ঠান ও নাট্যানুষ্ঠান। এতে প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জা ইমাম উদ্দীন উপজেলা নির্বাহী অফিসার নওগাঁ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুর রহমান অধ্যক্ষ পূর্ব মান্দা কলেজ নওগাঁ। মোঃ নবীর উদ্দীন সাবেক সভাপতি জেলা প্রেস ক্লাব নওগাঁ। কাজী জিয়াউর রহমান বাবলু সভাপতি প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার নওগাঁ, প্রমূখ। এসময় বক্তারা বলেন, উক্ত প্রতিষ্ঠানটির সফলতা কামনা করি, অন্ধকার বেড়াজাল ছিন্ন করে মুক্তচিন্তা, মুক্তবুদ্ধি, গণতান্ত্রিক, ন্যায় ও সমতাভিত্তিক, অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনা, মানবাধিকার, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখে মানাপ এরই ধারাবাহিকতায় আঁধার কেটে, জ্বলুক শিখা বুকে ধারণ করে নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে বলেন তারা।