গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে মডেল প্রেসক্লাবের আয়োজনে প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পূর্ব বাজার ধামইরহাট মডেল প্রেসক্লাবের আফিস কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি অরিন্দম মাহমুদ। আলোচনা সভায় যুগ্ম-সাধারণ মো.রুহেল আহম্মেদের সঞ্চালনায় বিগত সভার সিদ্ধান্ত সমূহ পাঠ করে সকলসদস্যদের অবহিত করা হয়।এবং প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৫ জানুয়ারী শনিবার সদস্যদের সর্বসম্মতিতে আলতাদীঘি জাতীয় উদ্যানে পিকনিক করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে মুক্ত পরামর্শমূলক আলোচনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সংগীত প্রশিক্ষক জিন্নাহ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রিফাতুল হাসান চৌধুরী সৈকত , দপ্তর সম্পাদক মো. আবু ইউছুফ মুর্তজা রহমান, সদস্য সাইদুল ইসলাম, গৌরব প্রসাদ সাহা,গোলজার রহমান (গোল্ডেন) প্রমুখ।