নওগাঁ নিউজ ডেস্কঃ বাংলাদেশ এক্স – ক্যাডেটস্ এসোসিয়েশন ( বেকা ) নওগাঁ জেলা ইউনিট এর নতুন কমিটির নূরতাজ সভাপতি এবং মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার নওগাঁর জননেতা আব্দুল জলিল শিশু পার্কে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও মুক্ত আলোচনা শেষে এ নতুন কমিটি ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বেকা জাতীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মোঃ মাহবুব আলম ও সচিব সাংস্কৃতিক আবু সালেহ মো আনোয়ার সাদাত ।
কমিটির সদস্যরা হলেন – সহ-সভাপতি এক্স সিইউও মো মুনসুর আলী,সাধারণ সম্পাদক এক্স ক্যাডেট সার্জেন্ট মিজানুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক এক্স ক্যাডেট কর্পোরাল মিশরুল হামিদ,সাংগঠনিক সম্পাদক এক্স ক্যাডেট মো মানিক হোসেন,প্রচার সম্পাদক এক্স সিইউও মো সুমন আলী,দপ্তর সম্পাদক এক্স সিইউও মো হৃদয় হোসেন,অর্থ সম্পাদক এক্স ক্যাডেট কর্পোরাল শাহিনুর রহমান,মহিলা সম্পাদক এক্স ক্যাডেট সার্জেন্ট রুমি আক্তার,সমাজকল্যাণ সম্পাদক এক্স ক্যাডেট মো আলমগীর হোসেন
নির্বাহী সদস্য:এক্স সিইউও মোশাররফ হোসেন শান্ত,এক্স ক্যাডেট জিএম মাসুদ রানা ( মনোয়ার ), এক্স ক্যাডেট শাকিলা আক্তার,এক্স ক্যাডেট কর্পোরাল মাহবুব আলম শুভ,এক্স ক্যাডেট সার্জেন্ট: মো আলামিন আকাশ। এছাড়াও কো- অপ্ট সদস্য এক্স ল্যান্স কর্পোরাল বিজয় চন্দ্র সিং,এক্স সিইউও শামীমা আক্তার, এক্স ক্যাডেট আসাদুর রহমান আসাদ।
শুক্রবার সকালে শুরু হওয়া দ্বিবার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোশাররফ হোসেন শান্ত। সভায় বিগত দুই বছরের সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয় এবং নতুন কমিটি অনুমোদিত হয়। এবার সংগঠনের নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়। নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা এবং সমঝোতার ভিত্তিতে কমিটি গঠনে কাজ করে ওই কমিটি। কমিটির সদস্যরা হলেন- প্রধান নির্বাচন কমিশনার মো জহিরুল ইসলাম ইউনিট সদস্য-৬, (ভোলা ইউনিট) বেকা, জাতীয় নির্বাহী পরিষদ, ঢাকা।নির্বাচন কমিশনার মুহাঃ বেলাল হোসেন সহযোগী অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ও ড. শামসুল আলম সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ।