নওগাঁ নিউজ ডেস্কঃ নওগাঁ জেলা তথ্য অফিসের আয়োজনে ও বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, নওগাঁ এর সহযোগিতায় ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস -২০২৩ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১১ জানুয়ারি ২০২৩ খ্রি. বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে বাস্তবায়িত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, উপপরিচালক, জেলা তথ্য অফিস, নওগাঁ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব উত্তম কুমার রায়, উপপরিচালক(উপসচিব),স্থানীয় সরকার বিভাগ,নওগাঁ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. শরিফুর রহমান,অধ্যক্ষ, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, নওগাঁ। অনুষ্ঠানে প্রধান অতিথি উনার বক্তব্যে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চিত্রাংকন প্রতিযোগিতার প্রয়োজনীয়তা ও স্বদেশ প্রত্যাবর্তন দিবসের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। চিত্রাংকন প্রতিযোগিতার বিচারকার্যে সার্বিক সহায়তায় ছিলেন বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, নওগাঁ এর সহকারী শিক্ষক(চিত্রাঙ্কন) সুমন দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত অতিথিরা চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন রেজওয়ান মোরশেদ, সহকারী তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, নওগাঁ।