গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃনওগাঁর ধামইরহাটে বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল দশটায় এ উপলক্ষে ধামইরহাট ভবনে উপজেলা শাখা মানবাধিকার কমিশনের সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী ১শ ১০ জন কর্মহীন ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, মানবাধিকার কমিশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, সহ-সভাপতি ও সাবেক অধ্যক্ষ চান মোহাম্মদ, দপ্তর সম্পাদক আবু ইউসুফ মর্তুজা রহমান, পৌর শাখা মানবাধিকার কমিশনের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান হোসাইন, মহিলা সম্পাদিকা তমা আক্তার, প্রমুখ উপস্থিত ছিলেন।