নওগাঁ নিউজ ডেস্কঃ নওগাঁর মান্দায় অজ্ঞাত ২৮ বছর বয়সী টএক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোরে নওগাঁ-রাজশাহী মহা সড়কের সাবাইহাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত মহিলার পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে দিকে স্থানীয়রা সড়কের উপর মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মহিলার মরদেহ উদ্ধার করে। উদ্ধারের সময় তার শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
ওসি আরও জানান, মরদেহটি উদ্ধারে পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহটি উদ্ধারের সময় একটি বাগি একটি ছবি পাওয়া গেছে। মহিলাটির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।