গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে আলমপুর ইউনিয়ন শাখা যুবলীগের আয়োজনে ত্রি-বার্সিক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় উপজেলার রাঙামাটি ক্লাব চত্বরে আলমপুর ইউনিয়ন শাখা যুবলীগের সভাপতি মো. বদিউজ্জামানের সভাপতিত্বে নওগাঁ-২ ধামইরহাট-পত্নীতলা আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকার জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতি কবুতর উড়িয়ে ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন।
এরপর সন্ধায় আলোচনা সভা শেষে মো. বদিউজ্জামানকে সভাপতি ও সাধারণ সম্পাদক মো. মামুন সরকারের নাম ঘোষণা করে তিন বছর মেয়াদী একটি কমিটি ঘোষণা দেন নওগাঁ জেলা যুবলীগের সভাপতি খোদাদাদ খান পিটু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, সহ-সভাপতি আজাহার আলী, নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শ্রী বিমান কুমার রায়, উপজেলা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদু, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, সহ-সভাপতি আব্দুল হাই দুলাল, সেলিম মাহমুদ রাজু, সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম মাজেদ, দপ্তর সম্পাদক মো. ইউসুফ মর্তুজা প্রমুখ।