মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ না ফেরার দেশে পারি জমালেন একাত্তরের রণাঙ্গনের বীর সেনা জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিউদ্দিন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি সন্তান সন্ততি অসংখ্য গুনগ্রাহী, শুভাকাঙ্ক্ষী ও রণাঙ্গনের সহযাত্রী রেখে যান।
নওগাঁর পত্নীতলা উপজেলার হাইস্কুল পাড়ার নিবাসী মৃত এলাহী বক্সের ছেলে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিউদ্দিন গত রবিবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পত্নীতলা থানা পুলিশ তাকে রাষ্ট্রীয় সম্মান জানাতে গার্ড অব অনার প্রদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ, থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব সহ অন্যান্য পুলিশ সদস্য বৃন্দ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিল্টন উদ্দীন প্রমূখ।
নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রথম জানাজা এবং তার গ্রামের বাড়ী উপজেলার নকুচা গ্রামে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
বীর মুক্তিযোদ্ধা সন্তান ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা তাঁর স্মৃতি চারন করে বলেন জীবদ্দশায় তিনি খুব ভাল মানুষ ছিলেন তিনি উপজেলা পরিষদের এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।