নওগাঁ নিউজ ডেস্কঃ নওগাঁ পৌর সভার উকিলপাড়া মহল্লার মরহুম মোজাহারুল ইসলাম (কালেক্টর অব ট্যাক্সেস অবঃ এর ২য় পুত্র মৃত আবু হাসান মোঃ মুনিরুজ্জামান (উদয়) এর আত্মার মাগফিরাত কামনা করে এক দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, উদয় নওগাঁ পৌরসভায় জন্ম ও মৃতু্ নিবন্ধন শাখায় মাষ্টার রোলে কর্মরত ছিলেন। প্রতি মাসে তিনি তিন হাজার টাকা বেতন পেতেন। অতীব দুঃখের বিষয় যে, চাকুরি স্থায়ী হওয়ার আশায় নিয়মিত শ্রম দিয়ে এক যুগ অতিবাহিত হলেও আশা পূরণ হলোনা; অবশেষে মৃতু্য বরণ করলেন! পরিবারটি বর্তমানে অসহায়, মানবেতর জীবন যাপন করছে! সাংসারিক অভাব অনটনের কারণে রাত-দিন বিভিন্ন দুঃচিন্তার কারণে মানসিক ভাবে ভেঙ্গে পরেন এবং এতে শারিরীক ভাবে অসুস্থ হন। শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। তিনার কিডনি বিকল হয়ে যায়, পরবর্তীতে ব্রেইন স্ট্রোক করায় তার মাথায় অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং বাম হাত-পা প্যারালাইজড হয়ে যায়। পরে তাকে জরুরি ভিত্তিতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তারের পরামর্শে নিউরো মেডিসিন বিভাগের ৮০ নং বেডে দেড় মাস যাবৎ প্রয়োজনীয় চিকিৎসা করানো হয়। এতে শরীরের উন্নতি না হওয়ায় অবশেষে কর্তব্যরত চিকিৎসক বাসায় নিয়ে যাওয়ার জন্য ছাড়পত্র প্রদান করেন। রোগী তার বাসায় আসার পরে গত-১৪/০১/০২০২৩ ইং রোজঃ শনিবার রাত্রীঃ ৮.৩০ মিনিট ইন্তেকাল করেন। মৃত্যুর পরে তিনি ০১ (এক) স্ত্রী, ০১ (এক) পুত্র সন্তান এবং মা রেখে গেছেন।পরিবারের আকুল আবেদন এমতবস্থায় তাঁর মৃত্যুতে উক্ত পরিবারটি অস্বছলভাবে, অসহায় ও মানবেতর জীবন যাপন করছে। মরহুমের একমাত্র উপার্জনক্ষম শিক্ষিত ও উপযুক্ত স্ত্রীকে তার স্বামীর উক্ত পদের বিপরীতে চাকরী প্রদান করা হলে মরহুমের পরিবারটি স্বচ্ছলভাবে স্বাভাবিক জীবন যাপন করা সম্ভবপর হবে! ০২ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবারে নওগাঁ শহরের উকিলপাড়া বিহারী কলোনী মসজিদে বাদ যোহর উক্ত মরহুমের মাগফিরাত কামনা করে দোআ অনুষ্ঠানে ঐ মসজিদের পেশ ইমাম, অবসর প্রাপ্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রফিকুল আলম,নওগাঁ পৌরসভার সাবেক স্বাস্থ্য পরিদর্শক মোঃ মজিবর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর অবসর প্রাপ্ত এসডিও ও এমইএস মোঃ তায়েফ উদ্দিন ইন্জিনিয়ার ,নওগাঁ পৌর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক প্রকৌশলী রাসেল-উল- আলম লাল্টু উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষে অনুষ্ঠানেটির সার্বিক দায়িত্ব পালন করেন মরহুমের বড়ভাই এবং নওগাঁ জেলা বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষা সংস্থার সভাপতি মোঃ মশিউর রহমান। এছাড়াও এলাকাবাসী সহ অনেক শুভাকাঙ্খীরা এসময় উপস্থিত ছিলেন।