নওগাঁ নিউজ ডেস্কঃ ০৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দাবী মৌলিক উন্নয়ন সংস্থা, নওগাঁ কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর নিরাপদ মাংস ও দুগ্ধজাত পন্যের বাজার উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্পের আওতায় এলএসপিদের রেকর্ড কিপিং/সুদক্ষ অ্যাপসের প্রশিক্ষণ আয়োজন করা হয়।
আন্তর্জাতিক দাতা সংস্থা IFAD এর আর্থিক সহযোগিতা এবং PKSF এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রাণী সম্পদের উন্নয়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে নওগাঁ জেলার তিনটি উপজেলায় (নওগাঁ সদর, রাণীনগর ও আত্রাই) এবং বগুড়া জেলার দুইটি উপজেলায় (দুপচাঁচিয়া ও আদমদীঘি)।
প্রকল্পের কার্যক্রমের অংশ হিসাবে নওগাঁ সদর উপজেলার দাবী মৌলিক উন্নয়ন সংস্থার সভা কক্ষে এই এলএসপিদের রেকর্ড কিপিং/সুদক্ষ অ্যাপসের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন এম পাওয়ার স্যোশাল এন্টারপ্রাইজ লিঃ এর ফিল্ড অপারেশনস ম্যানেজার জনাব মোঃ আরিফুর রহমান সবুজ তিনি উপস্থিত এলএসপি’দের মাঝে রেকর্ড কিপিং/সুদক্ষ অ্যাপসের ব্যবহার ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন এবং এলএসপি’দের হাতে কলমে অ্যাপসের ব্যবহার শিখিয়ে দেন। এতে করে কয়েকজন এলএসপি এই অ্যাপসের গুরুত্ব বুঝতে পেরে তৎক্ষণাৎ এই অ্যাপস ব্যবহারে আগ্রহ প্রকাশ করেন।
উক্ত প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মাহমুদ কবির, প্রকল্প ব্যবস্থাপক, মোঃ আল আমিন, এমআরএম অফিসার, মোঃ রকিবুর রহমান,ভ্যালু চেইন ফ্যাসিলিটিটের (আই সি টি),মোঃ তাবরিজ আহম্মেদ, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটিটের (লাইভষ্টক সার্ভিস) সহ আমন্ত্রিত এলএসপি বৃন্দ।